২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাউথ পয়েন্ট শিক্ষার্থীদের চ্যাম্পিয়ন অব দ্যা চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড অর্জন

-

বিশিষ্ট শিক্ষানুরাগী, উদ্যোক্তা ইঞ্জিনিয়ার এম এ রশিদের পৃষ্ঠপোষকতা ও বরেণ্য শিক্ষক অধ্যক্ষ হামিদা আলী কর্তৃক পরিচালিত রাজধানীর মালিবাগ, বারিধারা, বনানী, মিরপুর, উত্তরা ও ধোলাই পাড় এলাকা থেকে একযোগে পরিচালিত দেশের অন্যতম সেরা বিদ্যাপিঠ সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফলের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে বিশেষ করে খেলাধুলায় অত্যন্ত অগ্রগামী। বছরব্যাপী আয়োজিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বিষয়ভিত্তিক অলিম্পিয়াডে এ কলেজের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড বা গোল্ড ম্যাডেল অর্জন করছে। ‘বিডিবি ও সমকাল বাংলাদেশ নবম বায়োলজি অলিম্পিয়াড ২০২৩’-এ সাউথ পয়েন্ট, মালিবাগের ৯ম শ্রেণী (ইংরেজি মাধ্যম) এর শিক্ষার্থী আরিজ আনাস ‘উপেন্দ্রনাথ ব্রহ্মচারী চ্যাম্পিয়ন অব দ্যা চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড’ অর্জন করে। বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের কাছ থেকে সে এই কৃতিত্বপূর্ণ অ্যাওয়ার্ড গ্রহণ করে। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে গত ৩ মার্চ ও ১২ মে ওই উৎসবের আঞ্চলিক ও জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত বছরও রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৮ম ন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াডে সাউথ পয়েন্টের শাযিয়া শারমিন শাহাদাত চ্যাম্পিয়ন অব দ্যা চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড অর্জন করে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করেন। এ নিয়ে পরপর দু’বার সাউথ পয়েন্টের শিক্ষার্থীরা এ শিরোপা অক্ষুণ্ন রাখে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে গত ২ এপ্রিল ও ২০ মে ওই উৎসবের আঞ্চলিক ও জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিকে বিশ^কাপ কোয়ালিফাই দাবা এশিয়ান জোনাল ৩.২ চ্যাম্পিয়নশিপে ‘সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগের ইংরেজি মাধ্যমের ৫ম শ্রেণীর শিক্ষার্থী ওয়ারসিয়া খুশবু বাংলাদেশসহ শ্রীলংকা ও পাকিস্তানের খেলোয়াড়দের পরাজিত করে ৯ খেলায় ৫ পয়েন্ট পেয়ে ৮ম স্থান অর্জন করে। ৯ দিনব্যাপী অনুষ্ঠিত ৯ রাউন্ডের এ প্রতিযোগিতায় মহিলা বিভাগে মোট ৬টি দেশের দাবাড়–– অংশগ্রহণ করে। শুধু তাই নয়, ওয়ারসিয়া খুশবু জোনাল ৩.২ চ্যাম্পিয়ানশিপের দাবা মহিলা বিভাগেও ৫ পয়েন্ট পেয়ে মহিলা ক্যান্ডিডেট মাস্টার খেতাব পেতে যাচ্ছে।


আরো সংবাদ



premium cement